Monday 18 June 2018

বর্ধমানেশ্বর শিবমন্দির (BARDDHAMANESWAR SHIVA TEMPLE)

বর্ধমানেশ্বর শিবমন্দির, বর্ধমান
বর্ধমানেশ্বর শিবমন্দির বা মোটা শিব বর্ধমানের অত্যন্ত জনপ্রিয় একটি শিবমন্দির। বর্ধমান জেলায় সব জায়গাতেই শিব পূজিত হন লিঙ্গ প্রতীকে৷ জেলার সবথেকে বড়ো শিবলিঙ্গটি বর্ধমান শহরের আলমগঞ্জে অবস্থিত বর্ধমানেশ্বর শিবমন্দির। তবে একে মোটা শিব ও বলা হয়৷ এই মন্দির খুব প্রাচীন নয়। ১০ ই আগস্ট ১৯৭২ (বাংলার ১৩৭৯ সালের শ্রাবণমাসে) সালে আলমগঞ্জের ভিখারিবাগানে মাটি খুঁড়তে গিয়ে এই শিবলিঙ্গটি আবিস্কৃত হয়। গবেষকদের ধারণা এটি খ্রীঃ ৭ম বা ৮ম শতকের। অথাৎ কুষাণ যুগের। আবার কিছু পন্ডিতের মতে এটি দ্বাদশ শতকের।
এই শিবলিঙ্গটির উচ্চতা ৬ ফুট , ওজন ৯ টন বলে জানা যায়৷ ওড়িশার ভূষণ্ডেশ্বর শিবলিঙ্গের সঙ্গে এই শিবলিঙ্গ টি তুলনীয়।” শোনা যায়, বিশাল আকারের এই শিবলিঙ্গটি না কি চাঁদসদাগরের আরাধ্য গৃহদেবতা৷ প্রতিবছর ২৫ শ্রাবণ বাবা বর্ধমানেশ্বারের আবির্ভাব দিবস উপলক্ষ্যে কাটোয়া থেকে বর্ধমান পবিত্র গঙ্গাজল যাত্রার আয়োজন করা হয়।

বর্ধমানেশ্বর শিবমন্দির

মোটা শিব
Photography AKC

DATE : 22.05.2018
PLACE : BARDHAMAN, WB, INDIA



তথ্য :
১. http://amaderchhuti.com/mag25/story_bardhaman.php…&
২. ক্রমবর্ধমান (ফেসবুক পেজ)
৩. ইন্দিরা মুখোপাধ্যায়
৪. শ্যামসুন্দর বেরা

No comments:

Post a Comment

Sevoke & Kalijhora । Top 2 places visit in Siliguri,West Bengal । TRAVEL...

My Fourth YouTube and First Travel Video.....Pls Pls Pls SUBSCRIBE to my channel and hit the BELL icon to stay notified.....Hope you like...

BLOG ITEMS