Monday 18 June 2018

কার্জন গেট (CURZON GATE)

কার্জন গেট বা বিজয় তোরণ, পূর্ব বর্ধমান
কার্জন গেট বা বিজয় তোরণ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপত্য।
বর্ধমানের মহারাজ বিজয় চাঁদ মহতাবকে "রাজাধিরাজ" উপাধি দিতে তৎকালীন বাংলার ভাইসরয় লর্ড কার্জন ২ এপ্রিল ১৯০৪ এ বর্ধমানে এসেছিলেন। বর্ধমানের মহারাজা বিজয় চাঁদ মহতাব লর্ড কার্জনের আগমন উপলক্ষে বা সম্মানার্থে ১৯০২-০৩ সালে ইতালির রাজধানীর নির্মিত একটি গেটের দ্বারা অনুপ্রাণিত হয়ে লন্ডনের সিয়ন হাউসের আদলে এই তোরণদ্বার নির্মাণ করেন।
এই গেটের পিলারের দুদিকে সিংহের মূর্তি রয়েছে এবং মাথায় রয়েছে তিনটি পরীর মূর্তি। এই তিনটি পরীর মূর্তি প্রথমদিকে এর মাথায় ছিল না। পরে এটা ফ্রান্স থেকে নিয়ে এসে প্রতিস্থাপন করা হয়।
আগে এই গেটের নাম ছিল 'স্টার অফ ইন্ডিয়া' যার নক্সা তৈরি করেন এ.এফ.হিউজ। স্বাধীনতার পর গেটটি বিজয় তোরণ নামে পরিচিত হয়। রাজা বিজয় চন্দের তৈরি বলে এর নামকরণ করা হয় বিজয় তোরণ। যদিও এটি কার্জন গেট নামেই বেশি জনপ্রিয়। ১৯৭৪ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের জনসম্পদ বিভাগ দ্বারা গেটটি সংরক্ষিত।



Photography AKC

DATE : 22.05.2018
PLACE : PURBA-BARDHAMAN, WB, INDIA



তথ্য :
১. অশোক দাসগুপ্তর "আলোকচিত্রে বর্ধমানের ঐতিহ্য"
২. ক্রমবর্ধমান-ফেসবুক পেজ
৩. এবেলা.ইন
৪. বাংলা উইকিপিডিয়া
৫. weekend destination(holidify)

No comments:

Post a Comment

Sevoke & Kalijhora । Top 2 places visit in Siliguri,West Bengal । TRAVEL...

My Fourth YouTube and First Travel Video.....Pls Pls Pls SUBSCRIBE to my channel and hit the BELL icon to stay notified.....Hope you like...

BLOG ITEMS